আজকের শিশু কিশোর তরুণেরাই ভবিষ্যতে দেশ ও জাতির কর্নধার। এদের গভীরে লুকিয়ে রয়েছে অশেষ সম্ভাবনা বিপুল সৃজনী প্রতিভা, কোমলমতি শিক্ষার্থীর অভ্যন্তরে মেধার সুষ্ঠ বিকাশ ও তার বহুমুখী সম্ভাবনার দ্বার উন্মোচনের জন্য যথোপযুক্ত মাধ্যম প্রয়োজন। “আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা একাডেমি” এই অভাব অনেকাংশে পূরণ করবে বলে আমি বিশ্বাস করি। আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগের প্রযুক্তি মানুষের জীবন ধারনের পদ্ধতিকে বদলে দিয়েছে- জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষা ক্ষেত্রও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা।
আধুনিক প্রতিযোগিতা মূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে দক্ষ ও কার্যকর মানব সম্পদের বিকল্প নেই। শুধুমাত্র শহর পর্যায়ে উন্নত ও অধুনিক মান-সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকলে জাতীয় পর্যায়ে মেধা সংগ্রহ সম্ভব নয়। এই উপলব্দি থেকে আমার প্রয়াত পিতার স্বপ্ন বাস্তবায়নে “আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা একাডেমি” স্থাপন করা হয়েছিল। আমাদের শিক্ষক/শিক্ষিকাগন এলাকার সন্তানদের সু-নাগরিক হিসেবে গড়ে তোলার মহান দায়িত্ব পালনে নিজের জ্ঞান ও অভিজ্ঞতা উৎসর্গ করবেন এটাই আমার প্রত্যাশা। তাদের ফলপ্রসূ শিক্ষাদান ও আত্নত্যাগের মাধ্যমে অর্জিত হবে শিক্ষার মহান লক্ষ্য ও উদ্দেশ্য।
পরিশেষে আমাদের শিক্ষক মন্ডলী, কর্মচারী ও প্রানপ্রিয় শিক্ষার্থীদের সু- স্বাস্থ্য , দীর্ঘায়ু, আন্তরিক স্তভেচ্ছা ও মঙ্গল কামনা করছি ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত বিদ্যালয় কতৃপক্ষ